প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ মুক্তিযুদ্ধের চেতনা ও সার্বভৌমত্বকে প্রশ্নের মুখোমুখি দ্বার করিয়েছে এই সরকার -ব্যারিষ্টার...

মুক্তিযুদ্ধের চেতনা ও সার্বভৌমত্বকে প্রশ্নের মুখোমুখি দ্বার করিয়েছে এই সরকার -ব্যারিষ্টার নওশাদ জমির

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বর্তমান অবৈধ সরকার হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করেছে । আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের চেতনার নতুন বিকৃত মানে বিনির্মাণ করেছে । মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সার্বভৌমত্বকে প্রশ্নের মুখোমুখি দ্বার করিয়েছে এই সরকার। হাজার হাজার সন্তান আজ পিতৃহারা অন্যদিকে সন্তান হারানো অভিভাবকরা বিভৎস বেদনা নিয়ে আওয়ামীলীগকে অভিশপ্ত করছে। এই সরকারের অধিনে কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারেনা । পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (৪ জুন) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি আরও বলেন, এই সরকার গনতন্ত্রকে হত্যা করেছে। খালেদা জিয়ার জামিন নিয়ে ষড়যন্ত্র করছে। বেগম খালেদা জিয়া ছাড়া এই দেশের জনগণ জাতীয় নির্বাচন মেনে নেবেনা । এই নির্বাচন কমিশন এখন পর্যন্ত নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি । দেশকে সু¯’ ধারায় ফিরিয়ে আনতে তত্ববধায়ক সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে । এসময় বিএনপির সভাপতি মহসিন প্রধানের সভাপতিত্বে অুনষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ ও শহাদত হোসেন রঞ্জু, সাধারন সম্পাদক রেজাউল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিঞা,জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক প্রমূখ।