প্রচ্ছদ বিনোদন সিনেমা হিটের নিশ্চয়তা দেয়ার ক্ষমতা নেই : সালমান

সিনেমা হিটের নিশ্চয়তা দেয়ার ক্ষমতা নেই : সালমান

বলিউড অভিনেতা সালমান খান। বক্স অফিসের অঘোষিত সুলতান তিনি। বিশেষ করে ঈদে তার সিনেমা মুক্তি মানেই সেটি ব্যবসাসফল। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে এ অভিনেতার রেস-থ্রি সিনেমাটি।

সিনেমাটির প্রচারের অংশ হিসেবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সালমান। এ  সময় ঈদে সিনেমা মুক্তি দেয়ার ব্যাপারে বিশেষ কোনো প্রচেষ্টা থাকে কিনা তা জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘আমি তা মনে করি না। ঈদ, দিওয়ালি, বড়দিনে যে সকল সিনেমা মুক্তি পায় আমরা সেগুলোকে উৎসবের সিনেমা বলি। এই সিনেমাগুলো সবাই উপভোগ করে, দেখে মজা পায় এবং শিস দেয়। রেস-থ্রি ঘরানার সিনেমাগুলো উৎসবেই মুক্তি দেয়া উচিৎ। আমরা টিউবলাইট সিনেমাটি ঈদে মুক্তি দিয়েছিলাম। দর্শক এটি দেখে শিস দিয়েছে এবং এর পাশাপাশি কেঁদেছে। কারণ এতে কিছু আবেগঘন দৃশ্য ছিল। আমার মনে হয়, ঈদে কাউকে কাঁদানো ঠিক নয়।’

দুই সপ্তাহ বাদেই মুক্তি পাচ্ছে রেস-থ্রি। সিনেমাটি নিয়ে নার্ভাস কিনা প্রশ্ন করা হলে সালমান বলেন, ‘না, আমি নার্ভাস হই না। একবার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি। এরপর সৃষ্টিকর্তা ও দর্শকের ওপর ছেড়ে দিই। সব সিনেমা হিট হবে এই নিশ্চয়তা দেয়ার ক্ষমতা আমার নেই। তাই আমি পরের সিনেমার কাজ শুরু করি।’

বক্স অফিসে ১০০ কোটি, ৫০০ কোটি আয় নিয়ে এ অভিনেতা বলেন, ‘কোন সিনেমাটি ৫০০ কোটি রুপি আয় করেছে? আমার ও আমির খানের সিনেমা ‍মিলে ৫০০ কোটি রুপি আয় করেনি। শুধুমাত্র বাহুবলি সিনেমা ৫০০ কোটি রুপি আয় করেছে। মানুষ এ ধরনের কথা বলে থাকে। ভক্ত ও বন্ধুরা আয় নিয়ে আলোচনা করে কিন্তু এগুলো সবই কল্পনাপ্রসূত। মানুষ সবকিছু বাড়িয়ে বলে।’

রেস ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৮ সালে। এতে অভিনয় করেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর প্রমুখ। এরপর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত রেস-টু সিনেমায় অভিনয় করেন-সাইফ আলী খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, আমিশা প্যাটেল। সিনেমা দুটি পরিচালনা করেন নির্মাতা জুটি আব্বাস-মাস্তান।

রেস-থ্রি সিনেমাটি পরিচালনা করেছেন কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজা। এতে সালমান খান ছাড়াও অভিনয় করেছেন-অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, ববি দেওল, ডেইজি শাহ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রমেশ তাওরানি। আগামী ১৫ জুন মুক্তি পাবে সিনেমাটি।