প্রচ্ছদ খেলাধুলা আজ বিশ্ব একাদশে তামিমের সঙ্গে মাঠ মাতাবে যারা

আজ বিশ্ব একাদশে তামিমের সঙ্গে মাঠ মাতাবে যারা

গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি স্টেডিয়াম। স্টেডিয়ামগুলোর সংস্কারে তহবিলের জন্য আইসিসির উদ্যোগে ক্রিকেটের বধ্যভূমি খ্যাত লর্ডসে আয়োজন করা হয়েছে একটি চ্যারিটি টি-২০ ম্যাচ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে বিশ্ব একাদশ।

প্রথমে বিশ্ব একাদশে দুই বাংলাদেশি খেলার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে সুযোগ পেয়েছেন নেপালি স্পিনার সন্দ্বীপ লামিচানে ।তবে খেলবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। ক্রিকেট খেলুড়ে আটটি দেশের প্লেয়াররা খেলবে বিশ্ব একাদশে।

প্রথমে ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান বিশ্ব একাদশের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও পরে ইনজুরির কারণে ছিটকে যান মরগান। যার ফলে বিশ্ব একাদশের অধিনায়ক হিসেবে দেখা যাবে পাকিস্তানি অলরাউন্ডার শহীদ অফ্রিদিকে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন আইপিএল কাঁপানো আন্দ্রে রাসেল। তাছাড়া টি-টোয়েন্টির পোষ্টার বয় খ্যাত ক্রিস গেইল তো আছেনই। অধিনায়কের দায়িত্ব পালন করবেন কার্লস ব্র্যাথওয়েট।

আইসিসি বিশ্ব একাদশঃ শহীদ আফ্রিদি (অধিনায়ক), স্যাম বিলিংস, স্যাম কারান, তামিম ইকবাল, টাইমল মিলস, দীনেশ কার্তিক, রশিদ খান, সন্দীপ লামিচানে, মিচেল ম্যাকক্লেনাঘান, শোয়েব মালিক, থিসারা পেরেরা, লুক রনকি, আদিল রশীদ।