প্রচ্ছদ সারাদেশ রাজশাহী বিভাগ রাজশাহীতে ১টি কলার দাম ১০ টাকা

রাজশাহীতে ১টি কলার দাম ১০ টাকা

হাসান মাহমুদ : ইফতার কলা আলাদা একটি মাত্রা যোগ করে। আর সেই কলার দাম বাড়তে বাড়ে বর্তমানে আকাশ ছোঁয়া। বাজারে কলার আমদানি ব্যাপক থাকলেও দাম অনেক চওড়া। রাজশাহীর বাজারে প্রকার ভেদে কলা ২৫ থেকে শুরু করে ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এতে ভালো একটি কলার দাম পড়ছে ১০ টাকা। আকাশ ছোঁয়া দামে কলার দিকে তাকাতে পারছেন না খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো।

নগরীর সাহেবজার জিরোপয়েন্ট এলাকায় কলা বিক্রেতা আসাদ ও মাসুদ জানায়, কলা উৎপাদনের কৃষকদের বেশি খরচ হচ্ছে। তাই দাম বেশি।

কলা চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। এছাড়া কলার আমদানি কম হওয়া বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বাজারে প্রকার ভেদে প্রতিহালি কলা বিক্রি হচ্ছে ২০-২৫ থেকে শুরু করে ৪০ টাকা হালি দরে।

কলা ক্রেতা সাদাফ হোসেন বলেন, রোজা আসলে ব্যবসায়ীরা কলার দাম বাড়িয়ে দেয়। ২৫ টাকা হালির কলা মোটামোটি দেখতে। ভালো কলা নিতে হলে ৩৫ থেকে ৪০ টাকা হালি খরচ করতে হচ্ছে।

তিনি বলেন, কলার এতো দাম হাওয়ার কথা নয়। বানেশ্বর হাটে গেলে ব্যাপক কলা বেচাকেনা হয় প্রায় দিন। তার পরেও কলার দাম অনেক বেশি।