প্রচ্ছদ রাজনীতি ভারত থেকে এক বালতি পানিও আনতে পারেননি প্রধানমন্ত্রী: রিজভী

ভারত থেকে এক বালতি পানিও আনতে পারেননি প্রধানমন্ত্রী: রিজভী

বন্ধুত্বের এত দহরম-মহরম থাকা সত্ত্বেও আট বছরে প্রধানমন্ত্রী ভারত থেকে এক বালতি পানিও আনতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (২৪মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করন।

বিএনপির এই নেতা বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। কিন্তু তার এবারের সফরেও বাংলাদেশের মানুষের বহু প্রতিক্ষিত তিস্তা চুক্তির বিষয়ে কোন এজেন্ডা নেই। গতকাল বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে অগ্রগতির কোনো তথ্য জানাতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।’

রিজভী অভিযোগ করেন, ‘বিগত আটটি বছর ধরে আওয়ামী লীগ ঘোষনা দিয়ে আসছে তারা ভারতের সঙ্গে তিস্তা চুক্তি করতে যাচ্ছে। কিন্তু বছর যায় বছর আসে আর বাংলাদেশ অবৈধ সরকার শুধু একতরফাভাবে ভারতকে সবকিছু দিয়েই যাচ্ছে কিন্তু দেশের মানুষের ন্যায্য পানির হিস্যা বুঝে পাচ্ছে না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে সার্বভৌমত্বকে ক্ষয়িষ্ণু করে ভারতকে সব কিছু উজাড় করে দিয়ে যাচ্ছেন বিনিময়ে কিছুই পাননি। শুধুমাত্র পরদেশের কাছে সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ক্ষমতায় টিকে থাকা।’

প্রধানমন্ত্রী জনগনকে ধোঁকা দেওয়ার বিদ্যাটাই ভাল করে রপ্ত করেছেন বলে জানান বিএনপির এই নীতি নির্ধারক।