প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মাদারীপুরে নকল সেমাই তৈরির কারখানা সিলগালা, ৬ টন সেমাই ধ্বংস 

মাদারীপুরে নকল সেমাই তৈরির কারখানা সিলগালা, ৬ টন সেমাই ধ্বংস 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে র‌্যাব ও ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নকল সেমাই তৈরির কারখানা সিলগালা করেছে। এসময় ৬টন সেমাই ধ্বংস ও ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, মাদারীপুর র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ মে) রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ার পাড়(দক্ষিন ধুয়াসার)গ্রামের একটি সেমাই তৈরির কারখানায় অভিযান চালায়। এসময় তারা নারায়নগঞ্জের ঠিকানা ও বিএসটিআই এর রেজিঃ নং সম্বলিত লাচ্ছা সেমাইরের অসংখ্য প্যাকেট উদ্ধার করে। এছাড়া প্যাকেট আটকানোর মেশিন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি প্রায় ৬টন সেমাই জব্দ করে। পরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্টেট শাহরিয়ার রহমান সেমাই তৈরির কারখানার মালিক হালিম ঘরামীকে নকল সেমাই বাজারজাক করা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় ৮০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত সেমাইগুলো ধ্বংস করা হয়। র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম বলেন, আমরা তার কাছে কোম্পানির কাগজপত্র দেখতে চাইলে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেন নি। এবং ঈদকে সামনে রেখে বিভিন্ন কোম্পানির নামে প্যাকেটজাত করে এসকল সেমাই বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। এছাড়াও সেমাই তৈরির পুরো পরিবেশ ছিল মারাত্নক অস্বাস্থ্যকর।’