প্রচ্ছদ আর্ন্তজাতিক ‘আমেরিকার মদদে ফিলিস্তিনি ভূখণ্ডে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল’

‘আমেরিকার মদদে ফিলিস্তিনি ভূখণ্ডে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল’

জতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম আলী খশরু বলেছেন, গত ১৪ মে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে হত্যাকাণ্ড চালিয়েছে তা ছিল পূর্ব-পরিকল্পিত। বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে গাজার জনগণের ওপর ওইদিন নির্বিচারে হত্যাকাণ্ড চালায় ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আয়োজিত ‘সশস্ত্র সহিংতায় বেসামরিক মানুষের সুরক্ষা’ বিষয়ক এক বিতর্কে মঙ্গলবার ইরানি রাষ্ট্রদূত এসব কথা বলেন।

তিনি সুস্পষ্ট করে বলেন, আমেরিকার পরিপূর্ণ মদদ নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ১৪ মে’র ঘটনাকে গোলাম আলী খশরু গণহত্যা বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ওই দিন যে ৬২ জনকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে তা যে পূর্ব-পরিকল্পিত ও ইচ্ছাকৃত ছিল তাতে কোনো সন্দেহ নেই।

তিনি আরও বলেন, আমেরিকার মদদে ইসরায়েল এগুলো করেছে এবং আমেরিকাই গাজা হত্যাকাণ্ড তদন্তের বিষয়ে বাধা সৃষ্টি করেছে। তদন্ত কমিশন গঠন করার ক্ষেত্রে বাধা দিয়ে আমেরিকা ইসরায়েলকে সুরক্ষা দেয়ার চেষ্টা করছে।