প্রচ্ছদ আজকের সেরা সংবাদ বেনাপোল বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

বেনাপোল বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

বেনাপোল বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে বেনাপোল কাস্টমস হাউজ। সোমবার বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী স্বাক্ষরিত চিঠি বন্দরে বাণিজ্যের সঙ্গে সংশিষ্ট বিভিন্ন দফতরে দেখা গেছে।

ইফতার ও সেহরির সময় মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি থাকছে। এসময় অমুসলিম কর্মকর্তা-কর্মচারীদের অফিস সচল রাখার কথা বলা হয়েছে।

জানা গেছে, আমদানি পণ্য দ্রুত বাজারজাত করতে গত বছর থেকে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে সপ্তাহে সাতদিনে ২৪ ঘণ্টা বাণিজ্য শুরু হয়।

কিছুদিন এভাবে চলার পর বিভিন্ন প্রতিবন্ধকতায় তা বন্ধ হয়ে যায়। বর্তমানে এ বন্দরে সপ্তাহের ছয়দিন ২৪ ঘণ্টা বাণিজ্য সচল রয়েছে। বিশেষ সরকারি ছুটির দিন আমদানি-রফতানি বন্ধ থাকছে।

বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, রমজানে দ্রুত পণ্য খালাসে সংশিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।