প্রচ্ছদ আজকের সেরা সংবাদ মাদকের ভয়াবহতায় মেধা নষ্ট হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের ভয়াবহতায় মেধা নষ্ট হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। মাদকের ভয়াবহতায় আমাদের মেধাবীরা নষ্ট হয়ে যাচ্ছে।

শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। ২০৪১ সালে যে বাংলাদেশের রূপ দেখতে চাচ্ছি, মাদককে প্রতিহত করতে না পারলে তা অনেকাংশে কষ্টকর হয়ে যাবে। গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই বিভিন্ন জায়গা থেকে মাদক বিক্রেতা ও দুর্বৃত্তদের প্রতিহত করা হচ্ছে। আর যারা প্রতিরোধ গড়ে তোলে তাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়ে থাকে। এমন ঘটনায় একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করে থাকেন।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে একটা কথাই বলতে পারি, দেশে কোনো অশুভ শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। নির্বাচনের আগের অশুভ শক্তির মাথাচাড়া রোধ করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়সহ সবাই যাতে নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে রকম পরিবেশ সৃষ্টি করা হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রীও আমাদের সেই রকম দিকনির্দেশনা দিয়েছেন।’