প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ অ্যাপ ব্যবহারে লেনদেনে চার্জ কম

বিকাশ অ্যাপ ব্যবহারে লেনদেনে চার্জ কম

এখন থেকে অ্যাপে লেনদেন করলে চার্জ কম নেবে বিকাশ। অ্যাপে ক্যাশ আউট করলে হাজারে খরচ হবে ১৫ টাকা। অন্য দিকে অ্যাপের বাইরে লেনদেনে ক্যাশ আউটের খরচ ১৮ টাকা।

গতকাল মঙ্গলবার (১৫মে) নিজেদের প্রথম অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু করে এই ঘোষণা দেয় বিকাশ। বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদির বলেন, ‘অ্যাপের মাধ্যমে কম খরচে লেনদেন করা যাবে। আর যাঁরা অ্যাপের বাইরে লেনদেন করবেন তাদের আগের চার্জই দিতে হবে।

তিনি জানান, অ্যাপ ছাড়া লেনদেনে হাজারে সাড়ে ১৮ টাকা এবং পার্সোনাল নম্বরে টাকা পাঠানোর ক্ষেত্রে ফি হিসেবে ৫ টাকা গুণতে হবে।

বিকাশের অর্থ লেনদেনের অ্যাপটি গতকাল আনুষ্ঠানিকভাবে চালু করা হলেও এটি প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ২৫ এপ্রিল থেকে। প্লে স্টোরে ১০ লাখেরও বেশি অ্যাপটি ডাউনলোড হয়েছে।

বিকাশ অ্যাপটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই আছে। এতে ভয়েস অ্যাসিসট্যান্ট রয়েছে। ফলে আপনি প্রয়োজনীয় নির্দেশনা পাবেন।

বিকাশ অ্যাপ দিয়ে সেন্ড মানি একদম ফ্রি। আর ক্যাশ আউটের ক্ষেত্রে হাজারে লাগবে ১৫ টাকা। অ্যাপের সহায়তায় কিউ আর কোড স্ক্যান করে সহজে পেমেন্ট করা যাবে।

বিস্তারিত জানা যাবে এই লিংকে: http://https://www.bkash.com/app/