প্রচ্ছদ সারাদেশ চট্টগ্রাম বিভাগ হাটহাজারীতে আগুনে দগ্ধ ২ শিশুর মৃত্যু

হাটহাজারীতে আগুনে দগ্ধ ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে আবাসিক ভবনে গ্যাস লাইন বিস্ফোরণের পর লাগা আগুনে দগ্ধ দুই শিশু মারা গেছে।

বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজিয়া সুলতানা (১১) এবং তামিম (৩) নামে দুই শিশু মারা যায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, আমানবাজার এলাকার হারুন ভবন নামের একটি ভবনের তৃতীয় তলায় রাতে রান্না করার জন্য গ্যাসের চুল্লা জ্বালাতে গেলে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে ওই বাসার বাসিন্দা এবং ওই বাসায় থাকা প্রতিবেশী দুই নারী ও তাদের শিশু সন্তান দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আগুনে সনি বেগম (২৬), তার দুই শিশু সন্তান ইয়াসিন (১) এবং তামিম (৩), প্রতিবেশী রুবি আক্তার (২৪) এবং তার শিশু সন্তান রাজিয়া (১১) দগ্ধ হয়। এদের মধ্যে রাজিয়া এবং তামিম ভোরে মারা যায়। আহতদের শরীর ৩০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছে।