প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ নড়াইল সদর হাসপাতালের ৫ দালালকে কারাদন্ড

নড়াইল সদর হাসপাতালের ৫ দালালকে কারাদন্ড

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর হাসপাতালে পাঁচ দালালকে তিনদিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আল আমিন এ আদেশ দেন। তিন মহিলা দালালসহ দন্ডাদেশপ্রাপ্তরা হলেন-শহরের ডুমুরতলার সাঈদের স্ত্রী নাহার (৪০), দুর্গাপুরের গফফার মিয়ার স্ত্রী হনুফা বেগম (৩০), ভওয়াখালীর নুর ইসলামের স্ত্রী নাহার (৩৫), আদালতপুুরে আবু হেনার ছেলে আনিসুল (৩৫) ও মুশুড়ি গ্রামের সদানন্দ বিশ্বাসের ছেলে পলাশ বিশ্বাস (৪৭)। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল চত্বর থেকে পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন অঞ্চল থেকে নড়াইল সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগি ও তাদের স্বজনদের ভাগিয়ে নিয়ে ক্লিনিকে ভর্তি করার অভিযোগ রয়েছে আটককৃত পাঁচ দালালের বিরুদ্ধে। এদিকে গত ১৮ অক্টোবর সকালে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শনে যান জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। এ সময় তারা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগিদের সাথে কথা বলেন। এছাড়া দালালরা যেন হাসপাতালে আগত রোগিদের হয়রানি করতে না পারে; সে বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য পুলিশ প্রশাসন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ককে অনুরোধ করেন জেলা প্রশাসক। এ ঘোষণার ১২ দিনের মধ্যেই পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের নির্দেশে পাঁচ দালালকে আটক করে ডিবি পুলিশ। তিনি (জসিম উদ্দিন) বলেন, নড়াইল সদর হাসপাতাল দালালমুক্ত করতে পুলিশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। রোগি ও তাদের স্বজনেরা দালালমুক্ত পরিবেশে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিবেন-এটাই আমাদের প্রত্যাশা। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন।