প্রচ্ছদ জাতীয় চাকরিতে প্রবেশ বয়স ৩৫ দাবিতে শাহবাগ অবরোধ

চাকরিতে প্রবেশ বয়স ৩৫ দাবিতে শাহবাগ অবরোধ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার দুপুরে সংগঠনটির নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা শাহবাগের প্রধান সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ-ফার্মগেট, শাহবাগ-পল্টন, শাহবাগ-সায়েন্স ল্যাব ও শাহবাগ-টিএসসি অভিমুখী প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, ৪০তম বিসিএস পরীক্ষায় আবেদনের সময় শেষ হওয়ার আগেই তাদের দাবি মেনে নিতে হবে।

দুপুর ১২টা থেকে শাহবাগে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ের চারদিকে রাস্তা অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ ঘিরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জলকামান, এপিসি গাড়িও প্রস্তুত রয়েছে।

ইমতিয়াজ হোসেন নামে এক আন্দোলনকারী বলেন,  ২৯ অক্টোবর ৪০তম বিসিএস পরীক্ষায় আবেদনের সময় শেষ হওয়ার আগেই কেবিনেট শেষ মিটিং। আমাদের দাবি সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করা হোক। ৪০তম বিসিএসের সার্কুলার হয়েছে। এই বিসিএসেই যাতে শিক্ষার্থীরা অংশ নিতে পারে, সেই দাবি আদায়ে আমরা শাহবাগ অবরোধ করেছি।