প্রচ্ছদ আর্ন্তজাতিক ইয়েমেনে বিমান হামলায় ১৯ বেসামরিক নিহত

ইয়েমেনে বিমান হামলায় ১৯ বেসামরিক নিহত

ইয়েমেনে বিমান হামলায় ১৯ বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বুধবার দেশটির হোদেইদাহ প্রদেশে সবজি প্যাকেটজাতকরণ কারখানায় এ হামলাটি হয়। খবর এনবিসিনিউজ।

হোদেইদাহ শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে বায়াত আল ফাকিহ শহরের মেডিকেল কর্মী ও বাসিন্দারা জানান, বিমান থেকে ফেলা বোমাগুলো শহরের আল মাসৌদি এলাকায় একটি সবজি প্যাকেটজাতকরণ কারখানায় আঘাত হানে। হামলায় হতাহতরা সবাই ওই কারখানার কর্মী ছিলেন।

স্থানীয় স্বাস্থ্যমন্ত্রী তাহা মুতওয়াকিল জানান, আহতদের মধ্যে আটজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এদিকে লাশগুলো এমন বিভৎস হয়েছে যে, সেগুলো পুরুষ না মহিলা তা চিহ্নিত করা খুব দুষ্কর হয়ে পড়েছে, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি জানান, বায়াত আল ফাকিহের ঘটনাটি তদন্ত করে দেখছেন তারা। এ ধরনের সব প্রতিবেদন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণ তদন্ত করে দেখা হবে।

হোদেইদাহ একটি বন্দর শহর। ইয়েমেনের সৌদিপন্থী সরকারি বাহিনী বিদ্রোহীদের হটিয়ে শহরটির দখল নিতে চেষ্টা করছে।