প্রচ্ছদ আইন আদালত নড়াইলে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মানহানি মামলা, গ্রেফতারী পরোয়ানা জারি

নড়াইলে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মানহানি মামলা, গ্রেফতারী পরোয়ানা জারি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:আজ-(২৪,অক্টোবর) ২৭৪: ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, বুধবার (২৪ অক্টোবর) দুপুরে মামলাটি দায়ের করেন স্থানীয় পত্রিকার সাংবাদিক মিলি খানম। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ আসামি মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বিবরণে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে একাত্তর টিভির টকশো ‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে মইনুল হোসেন চরিত্রহীন বলে মন্তব্য করেন। এ ধরণের কুরুচিপূর্ণ মন্তব্য করায় মাসুদা ভাট্টিকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এমন মন্তব্য করায় মাসুদা ভাট্টির ১০ কোটি টাকার মানসম্মান ক্ষুণœু হয়েছে। এ ঘটনায় বাদি মর্মাহত হয়ে মামলাটি দায়ের করেন। নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মামলাটি দায়েরের পর বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।