প্রচ্ছদ সারাদেশ খুলনা বিভাগ নড়াইলে ১৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

নড়াইলে ১৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:আজ-(২৩,অক্টোবর)২৭৪: নড়াইল-যশোর সড়কের হাতিরবাগান বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানের নেতৃত্বে এস আই তাহিদুর, এস আই সেলিম, এ এস আই রাজ্জাক,এ এস আই সোহেল,এ এস আই জহির, এ এস আই হাবিব ও সঙ্গীয় ফোর্স নারায়ন, বায়জিদ, আ:জবারসহ অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিলসহ সবুজ মন্ডল (২৪) ও আক্তার মন্ডলকে (৩০) আটক করা হয়। সবুজ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গোয়ালপাড়ার আলাউদ্দিন মন্ডলের ছেলে এবং আক্তার চুয়াডাঙ্গার একই থানার নতুন পাড়ার ফকির চাঁদ মন্ডলের ছেলে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, ওসি আশিকুর রহমান, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, আটককৃত দুই মাদকবিক্রেতা চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল এনে বাসযোগে মুন্সিগঞ্জের মাওয়াঘাটে দিকে যাচ্ছিল। পথিমধ্যে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, নড়াইলে মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে আছে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া চলবে না। সবার সহযোগিতায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এদিকে গত সোমবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আসানুর মোল্যাকে (৩২) আটক করে ডিবি পুলিশ। আসানুর কালিয়ার কালডাঙ্গা গ্রামের আলফু মোল্যার ছেলে। এর আগে গত ১৬ অক্টোবর রাতে নড়াইলের মহাজন বাজার এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ রফিকুল মোল্যা (২৬) নামে এক যুবককে আটক করে ডিবি পুলিশ। রফিকুল লোহাগড়া উপজেলার চরমঙ্গলপুর গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে, জানান, ডিবি পুলিশের টিম’র অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিলসহ সবুজ মন্ডল (২৪) ও আক্তার মন্ডলকে (৩০) ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে।