প্রচ্ছদ সারাদেশ ময়মনসিংহ বিভাগ ঝিনাইগাতীতে ১০ বছরেও নির্মিত হয়নি বিধ্বস্ত ব্রীজ, ১৫ গ্রামের মানুষের দূর্ভোগ

ঝিনাইগাতীতে ১০ বছরেও নির্মিত হয়নি বিধ্বস্ত ব্রীজ, ১৫ গ্রামের মানুষের দূর্ভোগ

এস এ সুজন শাহী, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও-বালিয়াচন্ডী রাস্তার কাটাখালী খালের উপর বিধ্বস্ত ব্রীজটি ১০ বছরেও পূনঃনির্মাণ করা হয়নি। ফলে এ পথে যাতায়াতকারী ১৫ গ্রামের শতশত মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ব্রীজটি নির্মাণের ব্যাপারে আজো কোন পদক্ষেপ নেয়া হয়নি। কোনাগাও গ্রামের জয়নাল আবদীন, মজনু মিয়া, ফারুক মিয়া ও সোজা উদ্দিনসহ গ্রামবাসীরা জানায়, ২০০৭ সালে এলজিইডি’র এ ব্রীজটি বিধ্বস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় থেকে ব্রীজের দু’পাশে বাঁশের সাঁকো তৈরী করে জীবনের ঝুকি নিয়ে পারাপার হতে হচ্ছে গ্রামবাসীদের। এ পথে কান্দুলী, বালিয়াচন্ডী, কোচনীপাড়া, জগৎপুর, মালিঝিকান্দা, জড়াকুড়া, পাইকুড়া, দড়িকালীনগর, সারিকালিনগর, সুড়িহাড়া, পাগলারমুখ, সালধা, বেলতৈলসহ প্রায় ১৫টি গ্রামের লোকজন যাতায়াত করে থাকেন। কিন্তু ব্রীজটি পুনঃনির্মাণের অভাবে এসব গ্রামবাসীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য ও গরু-ছাগল পারাপারের ক্ষেত্রে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। সরেজমিনে অনুসন্ধানে গিয়ে ভূক্তভোগী গ্রামবাসীদের সাথে কথা বলে এসব দুর্ভাগের কথা জানা গেছে। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের সাথে কথা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখানে একটি ব্রীজ নির্মাণের বিষয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বিভিন্ন সময় আলোচনা হয়েছে। আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি। উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ব্রীজটি পূনঃনির্মাণের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।