SHARE

 আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত দ্বিতীয় মেয়াদের সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আগামীকাল ১২ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার প্রধানমন্ত্রীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বক্তব্যে শেখ হাসিনা তার সরকারের গত নয় বছরের সাফল্য তুলে ধরবেন।

উল্লেখ্য, গত ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর ১২ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তৎকালীন বিরোধীদল বিএনপি-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করেছিলো।

44 Views