প্রচ্ছদ সারাদেশ রাজশাহী বিভাগ নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ আওয়ামীলীগ নেতা আটক

নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ আওয়ামীলীগ নেতা আটক

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ প্রায় ২৮ কেজি ওজনের কষ্টি পাথরের গণেশ মূর্তিসহ নওগাঁর রাণীনগর থেকে আব্দুল আরিফ রাঙ্গা নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতাকে শনিবার বিকালে আটক করেছে বিজিবি।

আটক আব্দুল আরিফ রাঙ্গা (৪৬) ওই এলাকার আজিম উদ্দিনের ছেলে এবং রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।

উপজেলার বেতগাড়ী গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে বিজিবি-১৬ নওগাঁর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খাদেমুল বাসার জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় কষ্টি পাথরের একটি মূর্তি বিক্রির জন্যে রাঙ্গা তার বাড়িতে রেখেছেন। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এটিএম আহসান হাবীবের নেতৃত্বে নওগাঁ সদর থানার পুলিশ সদস্যের নিয়ে একটি টাস্কফোর্স টিম অভিযান চালালে সেখান থেকে ২৮ কেজি ওজনের একটি কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার এবং রাঙ্গাকে আটক করা হয়।

রাঙ্গাকে রাতেই নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আর আইনী প্রক্রিয়া শেষে কষ্টি পাথরের মূর্তিটি প্রতœতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হবে। উদ্ধারকৃত মূর্তিটির বাজার মূল্য আনুমানিক ২৮ লাখ ২৫ হাজার টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানান।