প্রচ্ছদ জাতীয় বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত

বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত

বাংলাদেশ আগামী তিন বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচসিআর) সদস্য নির্বাচিত হয়েছে। ২০১৯-২০২১ মেয়াদে বাংলাদেশ এই পদে দায়িত্ব পালন করবে।

সূত্র জানায়, শুক্রবার (১২ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে সরাসরি ও গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ১৭৮ ভোট পেয়ে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ এর আগে ২০১৫ -২০১৭ সালে ইউএনএইচিসআর-এর সদস্য পদে দায়িত্ব পালন করেছে।

মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে ৪৭টি দেশ সদস্য নির্বাচিত হয়ে থাকে। এবার প্রতিবেশী দেশ ভারতও ইউএনইচসিআর-এর সদস্য পদে নির্বাচিত হয়েছে।