SHARE

দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ব্যর্থ হয়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি।  শুক্রবার কেপটাউনে শুরু হওয়া টেস্টে মাত্র ৫ রানে সাজঘরে ফিরে গেছেন তিনি।  বিয়ের পর এটায় তার প্রথম খেলা। 

এদিকে বিয়ের পর মাঠে নেমে ব্যর্থ হওয়ায় কোহলির চাই আনুশকাকে বেশী দায়ী করেছেন সমর্থকরা।  এর আগেও কড়া সমালোচনা শুনতে হয়েছে তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে।  অথচ সেখান তার কোন হাত নেই। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের এখন শুধু আনুশকা নিয়ে সমালোচনা করা হচ্ছে।  কোহলির রান না পাওয়ার জন্য সমর্থকরা আনুশকাকে দায়ী করেছেন। 

এক ভারতীয় সমর্থক অনুশাকার সমালোচনা করে এভাবে টুইট করেন, ‘আমার তো মনে হয় কোহালি পুরো সিরিজেই কম রান করবে, তাই পুরো সিরিজে আনুশকাকে গালাগাল শুনতে হবে। ’

আরেকজন আনুশকাকে নিয়ে মজার জোকস বানিয়ে টুইট করেন, ‘অনুশকা, দ্বিতীয় হানিমুনে কোথায় যাবেন? কোহলি, চলো দেশেই ফিরে যাই। ’

ভারতীয় অভিনেত্রীকে সামলোচনা করে আরেকজন লিখেন, ‘আরে আনুশকা ভয় পেলেন নাকি।  কোহলি ৫ রানে ফিরতেই কি ঘাবড়ে গেলেন?’‌

একজন সরাসরি টুইট করেন, ‘‌অনুশকা, আনলাকি।  বরাবরই। ’‌

41 Views