প্রচ্ছদ আর্ন্তজাতিক ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরাইলকে থামালে সন্ত্রাস বন্ধ হবে: জাতিসংঘে মাহাথির

ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরাইলকে থামালে সন্ত্রাস বন্ধ হবে: জাতিসংঘে মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে এবং ইসরাইলকে থামালে বিশ্বে সন্ত্রাস বন্ধ হবে। তিনি শুক্রবার জাতিসংঘে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেন।

মাহাথির মোহাম্মদ বলেন, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিদের ভূমি দখল করা হচ্ছে। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। রকেট হামলার অজুহাত দেওয়া হয়। অথচ ওই রকেট হামলায় ইসরাইলে তেমন একটা হতাহত হয় না। কিন্তু ইসরাইলি সেনারা নির্বিচারে গুলি আর বিমান হামলা চালায়। এতে অনেক ফিলিস্তিনিকে জীবন দিতে হয়েছে। অনেকে ইসরাইলকে সমর্থন দিচ্ছে। এর ফলে তারা একের পর এক ফিলিস্তিনিদের ভূমি কেড়ে বসতি গড়ছে। এটা দেখার যেন কেউ নেই।

ইসরাইলের এই কার্যক্রম বন্ধ করার আহবান জানিয়ে মাহাথির মোহাম্মদ বলেন, ফিলিস্তিনিরা নিজেদের অধিকার রক্ষার দাবিতে লড়াই করছে।-মালয় মেইল।