প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে তিন কিশোরসহ আটজনের মৃত্যু

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে তিন কিশোরসহ আটজনের মৃত্যু

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন কিশোরসহ আটজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরো একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন কাদাই গ্রামের সজীব (১৩), রাজু (১৪), হাবিব (২৪), রফিকুল (৩০), আবদুস সাত্তার (৫০), তাঁর ভাতিজা ছানোয়ার হোসেন (২৫), আবদুল্লাহ (১৩) ও মমিন (৩০)। তাদের মধ্যে তিনজন ছাত্র, চারজন তাঁত শ্রমিক ও একজন ব্যবসায়ী।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কাদাই গ্রামে বর্ষার পানিতে একটি টং দোকান ডুবে যায়। মঙ্গলবার দুপুরে স্থানীয় ১০-১২ জন মিলে দোকানটি অন্য স্থানে সরিয়ে নিচ্ছিলেন। এ সময় পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তার ওই দোকানের টিনের চালার ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবাই পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তারটি কেটে দিয়ে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একে একে আটজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদর হাসপাতাল পরিদর্শন করেছেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন।

এদিকে, তাৎক্ষণিকভাবে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।