প্রচ্ছদ আজকের সেরা সংবাদ বাড্ডা ইউলুপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাড্ডা ইউলুপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বাড্ডা (মেরুল বাড্ডা) ইউলুপটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। শনিবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এ ইউলুপটির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর ইউলুপটি উদ্বোধনের পর তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, এ ইউলুপটি খুলে দেওয়ায় রাজধানীর রামপুরা, বনশ্রী, আফতাবনগর, শাহাজাদপুর ও বাড্ডা এলাকার যানজট অনেকাংশই কমে যাবে।

ফলে হাতিরঝিল থেকে সহজেই রামপুরা-বনশ্রী হয়ে মালিবাগের দিকে যাওয়া যাবে। অন্যদিকে এসব এলাকা থেকে বের হয়ে হাতিরঝিল হয়ে কারওয়ান বাজার এলাকায় যেতে পারবেন যাত্রীরা।

সমন্বিত হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী এ ইউলুপ প্রকল্পটি নির্মাণ করেছে। ২১৪ মিটার দীর্ঘ এবং ৭ দশমিক ৭ মিটার প্রস্থ ইউলুপটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৩ কোটি টাকা।

রামপুরা-বনশ্রী এলাকার যানজট নিরসনে ২০১৬ সালের শুরুতে এ ইউলুপ নির্মাণের কাজ শুরু করে সেনাবাহিনী।