প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ফল ঘোষণা: পিটিআই সর্ববৃহৎ দল, জিতেছে ১১৫ আসনে

ফল ঘোষণা: পিটিআই সর্ববৃহৎ দল, জিতেছে ১১৫ আসনে

নির্বাচনের দু’দিন পরে চূড়ান্ত ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এ হিসাবে দেশটিতে জাতীয় পরিষদে ১১৫টি আসন নিয়ে সর্ববৃহৎ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। শনিবার নির্বাচন কমিশন প্রাথমিক পূর্ণাঙ্গ ফল ঘোষণা করেছে। এর আগে ক্ষমতায় থাকা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) পেয়েছে ৬৪ আসন। আর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৪৩ আসন। বেশ কয়েকটি ধর্মীয় দলের জোট মুক্তাহিদা মজলিশে আমল (এমএমএ) পেয়েছে ১২ আসন।

অন্যদিকে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) পেয়েছে ৬ আসন। পিএমএল-কিউ এবং নবগঠিত বেলুচিস্তান আওয়ামী পার্টি প্রত্যেকে পেয়েছে চারটি করে আসন। সিন্ধুভিত্তিক গ্রান্ড ডেমোক্রেটিক এলায়েন্স (জিডিএ) পেয়েছে মাত্র দুটি আসন। স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ১২ জন। এখন নতুন কেন্দ্রীয় সরকার গঠনে তারা হবেন গুরুত্বপূর্ণ। তাদের ওপর ভর করে ইমরান খান নতুন সরকার গঠন করতে চেষ্টা করছেন।

নির্বাচন কমিশনের হিসাব মতে, পাঞ্জাব প্রদেশ টানা দু’দফা শাসন করেছে পিএমএলএন। তারা এবারের নির্বাচনেও সেখানে বৃহৎ দল হিসেবে আবির্ভূত হয়েছে। এ প্রদেশের আসন সংখ্যা ২৯৫টি। তার মধ্যে পিএমএলএন জিতেছে ১২৯ আসন। পিটিআই পেয়েছে ১২৩ আসন। পিএমএলএন বেশি আসন পেলেও তারা সরকার গঠন করতেই পারবে এমনটা নিশ্চিত করে বলা যায় না। কারণ, পিটিআই সেখানে স্বতন্ত্র ২৮ জন প্রার্থীর সমর্থন নিয়ে নিজেরা মুখ্যমন্ত্রী গঠন করে সরকার গঠন করতে পারে। এ প্রদেশে সাতটি আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পিএমএল-কিউ। পিপিপি জিতেছে ৬টি আসন। জামশেদ দস্তির পাকিস্তান আওয়ামী রাজ একটি আসনে জিতেছে। বিএপিও একটি আসনে জিতেছে।

সিন্ধু প্রদেশে প্রাধান্য বিস্তার করে আছে পিপিপি। প্রাদেশিক পরিষদে ১৩০ আসনের মধ্যে তারা জিতেছে ৭৬ আসনে। ফলে সরকার গঠন করতে তাদের কোন জোটের প্রয়োজন নেই। এর ফলে দলীয় চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ঘোষণা করতে পারেন যে, প্রদেশটিতে তাদের মুখ্যমন্ত্রী হতে পারেন মুরাদ আলি শাহ। এ প্রদেশে পিটিআই পেয়েছে ২৩ আসন। এমকিউএম-পি ১৬ আসন। জিডিপি জিতেছে ১১ আসন।

তবে খাইবার পখতুনখাওয়া প্রদেশে একচেটিয়া জিতেছে পিটিআই। মোট ৯৭ আসনের মধ্যে তারা জিতেছে ৬৬টি। মাত্র ১০ আসন পেয়ে তাদের থেকে বহু নিচে রয়েছে এমএমএ। ৬টি আসন পেয়েছে এএনপি। পিপিপি জিতেছে চারটি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে ৬ আসন।

বেলুচিস্তানে প্রাদেশিক পরিষদে ১৫ আসন পেয়ে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিএপি। এমএমএ ৯ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এখন এ প্রদেশে কে সরকার গঠন করবে তা নিশ্চিত নয়। কারণ, বিএনপি, বিএনপি-আওয়ামী, হাজারা ডেমোক্রেটিক পার্টি জিতেছে যথাক্রমে ৬, ৩ ও ২ আসন। পিটিআই জিতেছে চারটি আসন।