প্রচ্ছদ খেলাধুলা ইংল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় বেলজিয়াম

ইংল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় বেলজিয়াম

রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বেলজিয়ামের কাছে হারলো ইংল্যান্ড। প্রথমবার গ্রুপ পর্বে আর দ্বিতীয়বার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। শনিবার সেন্টপিটার্সবার্গে ইডেন হ্যাজার্ড ও মুনিয়ের গোলে ২-০ গোলে হেরেছে সাউথগ্যাটের শিষ্যরা। এদিন হ্যারি কেইন ও ডেলে আলীরা একটি গোলও করতে পারেননি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে যায় বেলজিয়াম। মাত্র ৪ মিনিটের মাথায় ইংল্যান্ডের জালে গোল করেন মুনিয়ের। এরপর দুই দলই বেশ কয়েকবার গোল করার সুযোগ তৈরি করে তবে গোল করতে পারেনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতি যায় বেলজিয়াম।

এরপর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি জোরালে আক্রমণ করে ইংল্যান্ড কিন্তু বেলজিয়ামের রক্ষণভাগ সেগুলো আটকে দেয়। ৮২ মিনিটে আরও একটি গোল খেয়ে বসে ইংল্যান্ড। দারুণ এক গোল করে শেষ পেরেক ঠুকে দেন বেলজিয়াম অধিনায়ক ইডেন হ্যাজার্ড। আর তার গোলে ইংল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যায় লুকাকুরা। বাকি সময়ে আর কোনও গোলের দেখা পায়নি দুই দল। ফলে এবারের বিশ্বকাপে তৃতীয় স্থানে থেকে বিদায় নিল বেলজিয়াম।