প্রচ্ছদ আর্ন্তজাতিক ৭৩৭ ম্যাক্স সরিয়ে নিচ্ছে বোয়িং

৭৩৭ ম্যাক্স সরিয়ে নিচ্ছে বোয়িং

সমগ্র বিশ্ববহর থেকে ৭৩৭ ম্যাক্স এয়ারক্রাফট সরিয়ে নিচ্ছে বোয়িং। থিওপিয়ান এয়ারলাইনসের মারাত্মক দুর্ঘটনার নতুন তথ্য উন্মোচনের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে মার্কিন এই বিমানপ্রস্তুতকারী কর্তৃপক্ষ জানিয়েছেন, ৩৭১টি ম্যাক্স এয়ারক্র্যাফটই স্থগিত করা হচ্ছে। এটি চালনার জন্য নিরাপত্তা নিয়ে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন করতে হবে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও (এফএএ) বোয়িংয়ের এই এয়ারক্র্যাফটি চলাচল স্থগিত করেছে। সংস্থাটি জানিয়েছেন, উপগ্রহ থেকে পাওয়া নতুন পরিমার্জিত তথ্য উপাত্ত অনুযায়ী বোয়িংয়ের উড়োজাহাজটি সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।