প্রচ্ছদ অন্যরকম ৪৭ সেকেন্ডের পথের জন্য চড়তে হয় বিমানে!

৪৭ সেকেন্ডের পথের জন্য চড়তে হয় বিমানে!

বর্তমানে বিশ্বে দীর্ঘ পথ চলে কাতার এয়ারওয়েজ। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে কাতারের দোহা পর্যন্ত এ ফ্লাইটে সময় লাগে ১৭ ঘণ্টা! তবে আগামী অক্টোবর মাসে এ রেকর্ডকে ছাড়িয়ে যাবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সিঙ্গাপুর থেকে আমেরিকার নিউজার্সি পর্যন্ত কোনো বিরতি ছাড়াই একটানা ১৯ ঘণ্টা ফ্লাইট চালনার ঘোষণা দিয়েছে দেশটি!

প্রশ্ন হলো দীর্ঘ ফ্লাইটের কথা না হয় জানা গেলো, কিন্তু সংক্ষিপ্ত ফ্লাইটের ব্যাপ্তি কত? এ প্রশ্নের অবাক করা উত্তর হল, মাত্র ৪৭ সেকেন্ড!

হ্যাঁ, আপনি সত্যিই শুনছেন। বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত যাত্রীবাহী এ বিমানের ফ্লাইট চলে স্কটল্যান্ডে। ১৯৬৭ সাল থেকে দুটি দ্বীপের মধ্যে এ ফ্লাইট চালনা হয়।

এ বিমানে আসন রয়েছে মাত্র ৮টি। প্রতিদিন দুইটি করে এ বিমানের ফ্লাইট থাকে। ২.৭ কিলোমিটার দীর্ঘ এ ভ্রমণে ফিরতি টিকেটের জন্যে খরচ হয় ২১ পাউন্ড। স্কুল, দাঁতের ডাক্তার কিংবা বাজার করতে যাওয়ার জন্যে স্থানীয়রা এই ফ্লাইট ব্যবহার করেন। ফলে এই লেখা পড়তে পড়তে আপনার যতটুকু সময় পার হয়ে গেছে তার আগেই বিমানটি তার গন্তব্যে পৌঁছে গেছে!