প্রচ্ছদ আর্ন্তজাতিক ৪০০০ বছর আগের কফিন পাওয়া গেল মিশরে

৪০০০ বছর আগের কফিন পাওয়া গেল মিশরে

প্রাচীন সভ্যতার দেশ মিশরে পাওয়া গেল ৪০০০ বছর পুরনো ২০টি সুরক্ষিত কাঠের কফিন। সূক্ষ্ম রঙের কাজ করা ও শিল্প সমৃদ্ধ কফিনগুলো প্রাচীন শহর লুজরের একটি সমাধি খুঁড়ে বের করেছে দেশটির প্রত্নতাত্ত্বিকরা। আসাসিফ নেক্রপোলিস নামের সমাধিটির অবস্থান লুজন নদীর পশ্চিম পাড়ে হাতসহেপসুত মন্দিরের পাশে। আদি সভ্যতার এই দেশটির হাজারবর্ষী পুরাতন সভ্যতার নিদর্শন অবাক করে দিচ্ছে আধুনিক বিজ্ঞানকে।

প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়ের মতে, কফিনগুলো এতটাই আনকোরা যে দেখে মনে হয় এইমাত্র কেউ রেখে গেছে। কিন্তু বাস্তবিক অর্থে এগুলো অন্তত খ্রিস্টপূর্ব ১৯৯৪ থেকে ৩৩২ খিস্টাব্দের মধ্যে সংরক্ষণ করা হয়েছিল। সেই হিসাবে কফিনগুলো অন্তত ৪ হাজার বছরের পুরনো। এই আবিষ্কারকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন প্রত্নতাত্ত্বিকরা। প্রত্ন বিশেষজ্ঞরা এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য দেননি। তবে এর সূক্ষ্ম কারুকাজ, খোদাই করা কফিনগুলোর মনোমুগ্ধকর কিছু ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।