প্রচ্ছদ আর্ন্তজাতিক ৩ মাসের সময় চাইলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

৩ মাসের সময় চাইলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

ক্ষমতায় আসার মাত্র ১৫ দিনের মাথায় একের পর এক ঘোষণা। মানুষের জন্য কাজ করতে তিনি যে কতটা বদ্ধ পরিকর তা একেবারে স্পষ্ট করে দিতে চাইছেন। বলছিলাম পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের কথা।

এবার বিরোধী দল ও মিডিয়ার প্রতি দিলেন ইমরান খান। তিনি জানালেন, “আমাদের তিন মাস সময় দিন, তারপর সমালোচনা করবেন। এত কম সময়ের মধ্যেই পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ সরকারের সমালোচনা করা ঠিক নয়।” পাশাপাশি তিনি আরও বলেন, “প্রথম বছরটা পাকিস্তানের জন্য একটু কঠিন হবে।” অন্যদিকে ইমরান স্পষ্ট ভাবেই বুঝিয়ে দিয়েছেন দুর্নীতি দমন করতে তিনি ঠিক কতটা বদ্ধ পরিকর।

ক্রিকেটের ময়দানে এক উজ্জ্বল ছাপ রেখে এখন রাজনীতির ময়দানে সিক্সার হাঁকাতে বদ্ধ পরিকর ইমরান। তার শাসনব্যবস্থা অন্যদের তুলনায় যে আলাদা হবে তা স্পষ্ট ভাবেই বোঝা যাবে একথা আগেই জানিয়েছিলেন তিনি।

৬৫বছর বয়সী পাকিস্তানের এই নতুন রাস্ট্রনেতা ক্ষমতায় এসেই তার একটি ১০০ দিনের কাজের পরিকল্পনা প্রকাশ করেন। দেশের অর্থনৈতিক ও সার্বিক উন্নতি করে দেশকে একটি ইসলামিক ওয়েলফেয়ার রাষ্ট্রে পরিণত করার শপথ নিয়েছেন তিনি।