প্রচ্ছদ খেলাধুলা ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা

২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা

২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তিনটি দেশ যৌথভাবে আয়োজন করবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। দেশ তিনটি হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

ভোটে মরক্কোকে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই তিন দেশ পেয়েছে ১৩৪ ভোট (৬৭ শতাংশ), মরক্কো পেয়েছে ৬৫ ভোট (৩৩ শতাংশ)।

বুধবার ফিফা কংগ্রেসের সভা শেষে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে তিন দেশের নাম ঘোষণা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।​

২০২৬ সালের টুর্নামেন্ট হবে সবচেয়ে বড় বিশ্বকাপ। এই টুর্নামেন্টে অংশ নেবে ৪৮ দেশ। ৩৪ দিনে ম্যাচ হবে মোট ৮০টি।