প্রচ্ছদ আর্ন্তজাতিক ১ ভোটের ব্যবধানে ব্রেক্সিট পেছানোর প্রস্তাব পাশ

১ ভোটের ব্যবধানে ব্রেক্সিট পেছানোর প্রস্তাব পাশ

ব্রেক্সিট সংক্রান্ত কোনো বিষয়ে অবশেষে একমত হতে পেরেছেন ব্রিটিশ আইনপ্রণেতারা। খুবই সংকীর্ণ ব্যবধানে হাউজ অব কমন্স একটি আইনের পক্ষে ভোট দিয়েছে যা ব্রেক্সিট প্রক্রিয়া পেছাতে ব্রিটিশ সরকারকে বাধ্য করবে।

৩১৩-৩১২ ভোটে প্রস্তাবটি পাশ হয়। এতে করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে কোনো অনুমোদিত চুক্তি ছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে পারবেন না।

মে’র মন্ত্রিসভার জ্যৈষ্ঠ সদস্য চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড বলেছেন, ব্রেক্সিট বিষয়ে দ্বিতীয় গণভোটের বিষয়ে সংসদে ভোটাভুটি হওয়া উচিত। সূত্র: সিএনএন