প্রচ্ছদ জাতীয় ১ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

১ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

চট্টগ্রাম বন্দরের ১১টি আমদানি চালানে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে শুল্ক মূল্যায়ন ও অডিট বিভাগের (সিভিএ) অডিট টিম।

বৃহস্পতিবার শুল্ক মূল্যায়ন ও অডিট বিভাগের কমিশনার ড. মইনুল খান রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

শুল্ক মূল্যায়ন ও অডিট বিভাগ জানায়, সিভিএ অডিটে শুল্ক মূল্যায়ন ও অডিটের একটি দল চট্টগ্রাম বন্দরের ১১টি আমদানি চালানে শুল্কায়ন অনিয়ম উদঘাটন করেছে। অডিট অনুসন্ধান অনুযায়ী ঢাকার আমদানিকারক সৈয়দ স্টোর ১১টি বিল অব এন্ট্রির মাধ্যমে নিট ফেব্রিক্স আমদানি করে। এগুলো প্রতি কেজি দেড় ডলার থেকে ২ ডলার হিসেবে পণ্য খালাস করান। অডিট দল দেখতে পান এই পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ ডলার। এনবিআর এসআরও দ্বারা এই মূল্য নির্ধারণ করেছে। ফলে এক্ষেত্রে সরকারের রাজস্ব ফাঁকি হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

সূত্র আরো জনায়, প্রতিষ্ঠানটি ২০১৬ ও ২০১৭ সালে চীন থেকে এই আমদানি করে। নিট ফেব্রিক্সের উপর মোট শুল্ককর ৮৯.৪৪ শতাংশ প্রযোজ্য। উত্তরা ব্যাংকের ইংলিশ রোড, ঢাকা শাখার মাধ্যমে এই এলসি খোলা হয়। এবিষয়ে অডিট রিপোর্ট অনুযায়ী ফাঁকিকৃত রাজস্ব আদায়সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।