প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা উপলক্ষে ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সারা দেশে সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানান তিনি।এছাড়া পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সেট জানানোর পর কেন্দ্রে প্রশ্নপত্র খোলা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কোচিং সেন্টার বন্ধ থাকবে। বিশেষ কোনও ব্যবস্থা না নিতে পারায় এবার সব ধরনের কোচিং বন্ধ থাকবে।এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা অংশ নেবে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী।