প্রচ্ছদ শিক্ষাঙ্গন স্যার জগদীশ চন্দ্র বসু সম্মাননা পুরস্কার পেলেন বাংলাদেশ ইউনিভার্সিটির সোহেল আহসান...

স্যার জগদীশ চন্দ্র বসু সম্মাননা পুরস্কার পেলেন বাংলাদেশ ইউনিভার্সিটির সোহেল আহসান নিপু

জনসংযোগ পেশায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ স্যার জগদীশ চন্দ্র বসু সম্মাননা পুরস্কার ২০১৮ পেয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু।
গতকাল মঙ্গলবার (৩১ জুলাই ২০১৮) সন্ধ্যায় ঢাকার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে নিপুর হাতে এই সম্মাননা পদক তুলে দেন সাবেক তথ্য সচিব এবং বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের সহকারী সচিব রেবা আফরোজ এবং আয়োজক সংগঠক বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম সুমন প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উদীয়মান বাংলাদেশ এর শিল্পীদের অংশগ্রহনে কবিতাপাঠ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানটি উপভোগ করেন।
উল্লেখ্য, সোহেল আহসান নিপু এর পূর্বে একই পেশায় অবদানের স্বীকৃতি স¦রূপ জাবিসাস পুরস্কার, এবং পিরোজপুর অফিসার্স এসোসিয়েশন পুরস্কার অর্জন করেন।