প্রচ্ছদ শিক্ষাঙ্গন স্বর্ণপদক পাচ্ছেন জবির ৬ শিক্ষার্থী

স্বর্ণপদক পাচ্ছেন জবির ৬ শিক্ষার্থী

মাসুদ রানা,জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ছয় শিক্ষার্থী। এর মধ্যে চারজনই ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। এছাড়া ইউজিসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে পদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য সারা দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৯ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। যেখানে জগন্নাথ বিশাবিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর নাম রয়েছে।

২০১৭ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জবির মনোনীত শিক্ষার্থীরা হলেন- ফিনান্স বিভাগের ইসরাত জাহান পিয়া, মাইক্রোবায়োলজি বিভাগের সালমা আক্তার সুইটি, ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ সাহাবুদ্দিন, সমাজ কর্ম বিভাগের হ্যাপি কবির, পরিসংখ্যান বিভাগের সামরিতা দাস এবং আইন  বিভাগের খান নাসিদ হাসান।