প্রচ্ছদ খেলাধুলা সেঞ্চুরির জন্য খেলিনি, দলকে জেতানোর জন্য খেলছিলাম: নাঈম

সেঞ্চুরির জন্য খেলিনি, দলকে জেতানোর জন্য খেলছিলাম: নাঈম

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লড়াই করেও হারতে হয়েছে টাইগারদের। তবে এ লড়াইয়ে বাংলাদেশ টিকে ছিল যতক্ষণ পর্যন্ত তরুণ ওপেনার নাঈম শেখের চার-ছক্কায় নাস্তানাবুদ হচ্ছিলেন ভারতীয় বোলাররা। তিনি আউট হওয়ার পরই জয়ের সম্ভাবনা জাগানো বাংলাদেশ ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায়। কারণ তিনি ক্রিজ ছাড়ার আগেই রানের খাতা না খুলতে আউট হন। সর্বশেষ টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহও দুই অংকের ঘরে না যেতেই আউট। ফলে ৩০ রানের ব্যবধানে হারে টাইগাররা। এর পরও বাংলাদেশ দলের পারফর্মেন্সের পাশাপাশি নাঈমের পারফর্মেন্স নজর কেড়েছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার থেকে ভারতীয় সাবেক ক্রিকেটারদেরও।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফেরার বিমান ধরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল ২০ বছর বয়সী এই ওপেনার। তিনি বলেন, ‘ইনিংসে আমার বিরুদ্ধে করা ওদের সেরা বল ছিল এটা (যে বলে আউট হয়েছিলেন)। সেঞ্চুরির জন্য খেলিনি। দলকে জেতানোর জন্য খেলছিলাম। সেদিক থেকে সফল হইনি, খারাপ লেগেছে।’

নাইম আরো বলেন, ‘এত কিছু চিন্তা করি না। বেশি রান করলাম কি না বা সর্বোচ্চ রান করেছি এগুলো নিয়ে চিন্তাই করি না। ম্যাচ টু ম্যাচ খেলার চেষ্টা করি। যা হওয়ার ম্যাচ শেষে হবেই। সামনে ইমার্জিং এশিয়া কাপ আছে। এটা নিয়েই এখন চিন্তা করছি।’