প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি সূর্যের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেল নাসা’র মহাকাশযান

সূর্যের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেল নাসা’র মহাকাশযান

এই প্রথম সূর্যের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেল মানুষের তৈরি কোন মহাকাশযান। গত সোমবার নাসা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, গত ২৯ তারিখ স্থানীয় সময় দুপুর ১.‌০৪ মিনিট নাগাদ সূর্যের পৃষ্ঠের ৪২.‌৭৩ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে গেছে ‘‌পার্কার সোলার প্রোব’‌।

এর আগে ১৯৭৬ সালের এপ্রিলে জার্মান-আমেরিকান মহাকাশযান ‘হেলিওস-২’ সূর্যের পৃষ্ঠের ২৪৬৯৬০ কিলোমিটার কাছে পৌঁছে গিয়েছিল। জানা গেছে, বুধবার প্রথমবার সূর্যের আরও কাছাকাছি পৌঁছাবে পার্কার। সূর্যকে নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মোট ২৪টা ফ্লাইবাই করবে এই মহাকাশযান। এখনও পর্যন্ত সব থেকে দ্রুতগামী মহাকাশযানের রেকর্ড তৈরি করেছে পার্কার সোলার প্রোব।

প্রসঙ্গত, গত অগাস্টে সূর্যবলয়ের রহস্য ভেদ করতে মহাকাশে পার্কার সোলার প্রোব উৎক্ষেপণ করে নাসা। মোট ১০৫ কোটি মার্কিন ডলার ব্যয়ে তৈরি এই মহাকাশযান এমন বিশেষভাবে তৈরি যে সূর্যবলয়ের চরম তাপেও তা নষ্ট হবে না।