প্রচ্ছদ খেলাধুলা সুপার ফোর নিশ্চিত করতে ঢাকার টার্গেট ১২৪ রান

সুপার ফোর নিশ্চিত করতে ঢাকার টার্গেট ১২৪ রান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় খুলনা টাইটানস ও ঢাকা ডায়নামাইটস। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এবারের বিপিএল থেকে সবার আগে বিদায় নিয়েছে খুলনা টাইটানস। অন্যদিকে, কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসানের ঢাকা। কেননা হারলেই বিদায় নিতে হবে তাদের। আর জয় পেলে বাদ যেতে হবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন রাজশাহী কিংসকে।

আর সুপার ফোরে যেতে ঢাকাকে করতে হবে ১২৪ রান। প্রথমে ব্যাট করে খুলনা টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ১২৩ রান। দলের পক্ষে ব্র্যান্ডন টেইলর করেন ১৮ রান। নাজমুল হোসেন শান্ত করেন ২৪ রান। আর ডেভিড ওয়াইজ সর্বোচ্চ ৩০ রান করেন।

ঢাকার পক্ষে সাকিব আল হাসান ও রুবেল হোসেন ২টি করে উইকেট নেন। সুনিল নারিন ও কাজি অনিক নেন ১টি করে উইকেট।

১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বর পজিশনে আছে রাজশাহী। আর ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বর পজিশনে আছে ঢাকা ডায়নামাইটস। তবে রান রেটের হিসাবে এগিয়ে আছে ঢাকা। তাই আজ ঢাকা হারলে সুপার ফোরে খেলবে রাজশাহী। আর জিতে গেলে বিদায় নেমে মেহেদি মিরাজ বাহিনী।