প্রচ্ছদ আজকের সেরা সংবাদ সিঙ্গাপুরে পৌঁছেছে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্স

সিঙ্গাপুরে পৌঁছেছে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্স

গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে। বাংলাদেশ সময় ৭টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি পৌঁছায়।এর আগে সোমবার বিকেল ৪টার ১২ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে ওবায়দুল কাদেরেকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করে।এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে স্ত্রী ইশরাতুন্নেসা কাদের ও বিএসএমএমইউ’র নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভীও যান।গত রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তির পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আইসিইউতে চিকিৎসা দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার এনজিওগ্রাম করে হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।এরপর উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে গতকালই বিশেষজ্ঞ চিকিৎসকরা আসেন।এরপর উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী ওবায়দুল কাদেরকে দেখার পর তার পরামর্শেই সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।