প্রচ্ছদ খেলাধুলা সাকিবের ইনজুরি নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

সাকিবের ইনজুরি নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার ৪২ বল আর ৬ উইকেট হাতে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। আগামীকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই শেষে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমাবে টাইগাররা। কিন্তু তার আগে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় সাকিব আল হাসানের পাওয়া চোট ভাবিয়ে তুলেছে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের। তবে, বিসিবি বলছে, এই ইনজুরি গুরুতর নয়।

বাংলাদেশের ইনিংসের তখন ৩৬তম ওভার। জয় থেকে বাংলাদেশ ৪৬ রান দূরে। তখনই ৫০ রানের অপরাজিত থাকা সাকিব পিঠের পেশিতে টান নিয়ে মাঠ ছাড়েন।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন ক্রিকবাজকে বলেন, সাকিবের ইনজুরি গুরুতর নয় বলে উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছি না। তবে আমারা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি বলে মাঠ থেকে উঠে আসতে বলেছিলাম।
আমরা আত্মবিশ্বসী যে, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।