প্রচ্ছদ খেলাধুলা সাকিবকে ঠিক ভাবে কাজে না লাগানোর খেসারত দিয়েছে হায়দ্রাবাদ – ক্রিকবাজ

সাকিবকে ঠিক ভাবে কাজে না লাগানোর খেসারত দিয়েছে হায়দ্রাবাদ – ক্রিকবাজ

শেন ওয়াটসনের কাছেই আজ হেরে গেল সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। তার ৫৭ বলে ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংসেই তৃতীয়বারের মত আইপিএলের শিরোপা জিতলো চেন্নাই সুপার কিংস।

তবে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ বলছে কেন উইলিয়ামসনের ভুল অধিনায়কত্বেই হেরেছে সানরাইজার্স।

তাদের মতে ইনিংসের শুরুতে ওয়াটসন যখন উইকেটে স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না তখন সাকিবকে বোলিংয়ে না এনে ভুল করেছেন তিনি।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওয়াটসন স্বভাবতই স্পিনে দুর্বল। তবে বাহাতি স্পিনের বিপক্ষে তার দুর্বলতাটা একটু বেশি তাই ওয়াটসন উইকেটে থিতু হয়ে যাওয়ার আগে সাকিবকে আনলে ম্যাচের ভাগ্য অন্যরকম হলেও হতে পারতো। কিন্তু যতক্ষণে সাকিবকে বোলিংয়ে আনলো উইলিয়ামসন ততক্ষণে উইকেটে সেট ওয়াটসন। তাই সাকিবের করা প্রথম বলটিতেই হাঁকিয়েছিলেন ছক্কা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববারের ফাইনালে ৮ উইকেটে জেতে চেন্নাই। আইপিএলে এটি তাদের তৃতীয় শিরোপা। হায়দরাবাদের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখে পেরিয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল। চলতি আসরে এনিয়ে চারবার সাকিবদের হারাল তারা।

হায়দরাবাদের হয়ে নিজের প্রথম আসরে সাকিব ২১.৭২ গড়ে করেন ২৩৯ রান। সেরা ৩৫, স্ট্রাইক রেট ১২১.৩১। বাঁহাতি স্পিনে ৩২.৫৭ গড়ে নেন ১৪ উইকেট। সেরা ২/১৮, ওভার প্রতি খরচ ৮ করে।