প্রচ্ছদ আজকের সেরা সংবাদ সাকা চৌধুরীর ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাকা চৌধুরীর ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের আদালত এ আদেশ দেন। এর আগে বুধবার বিকালে ফটিকছড়ি থানায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় গিয়াসউদ্দিনকে ছাড়াও আরও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক ছরোয়ার আলমগীরসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ফটিকছড়ি উপজেলায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।

এরই মধ্যে মামলার আসামি উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুহাম্মদ আবুল মুনসুরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ওসি মো. জাকির হোসাইন মাহমুদ। তিনি জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অভিযুক্ত গিয়াসউদ্দিন কাদের চৌধুরী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বুধবার সন্ধ্যায় গিয়াসউদ্দিন কাদেরের চট্টগ্রাম নগরের পৈতৃক বাড়ি গুডস হিলে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ওই বাড়িতে আটটি বিলাসবহুল প্রাডো গাড়ি এবং বাড়ির বিভিন্ন কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেছে।