প্রচ্ছদ খেলাধুলা ‘সহজেই গ্রুপ পর্ব উতরে যাবে ব্রাজিল-আর্জেন্টিনা’

‘সহজেই গ্রুপ পর্ব উতরে যাবে ব্রাজিল-আর্জেন্টিনা’

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো বলেছেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনা সহজেই গ্রপ পর্ব উতরে যাবে।’ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা পড়েছে গ্রপ ‘ডি’তে আর ব্রাজিল রয়েছে গ্রুপ ‘ই’ তে। মরিনহোর মতে ‘ডি’ গ্রুপ থেকে বাদ পড়বে আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া। এখান থেকে নাইজেরিয়াও গ্রুপ পর্ব পেরোতে সক্ষম হবে। গ্রুপ ‘ই’ থেকে বাদ পড়বে সার্বিয়া ও কোস্টারিকা। গ্রুপটি থেকে মরিনহোর দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ড।

মরিনহোর দেশ পর্তুগাল পড়েছে গ্রুপ ‘বি’তে। তার মতে, পতুর্গালও গ্রুপ পর্ব পার হতে সক্ষম হবে তবে সেটি দ্বিতীয় বাছাই হিসেবে। এ গ্রুপে মরিনহোর প্রথম বাছাই স্পেন। এছাড়া মরিনহোর মতে গ্রুপ পর্ব পার হতে সক্ষম হবে এমন দেশগুলো হল উরুগুয়ে, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, মেক্সিকো, ইংল্যান্ড, বেলজিয়াম, সেনেগাল ও পোল্যান্ড।

মরিনহোর চোখে গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে যাওয়া বাকি দেশগুলো হল মিশর, সৌদি আরব, মরক্কো, ইরান, পেরু, ডেনমার্ক, সুইডেন, দক্ষিণ কোরিয়া, পানামা, তিউনিশিয়া, কলম্বিয়া ও জাপান। সূত্র: দ্য সান