প্রচ্ছদ রাজনীতি সরকার রাজনৈতিক পরিস্থিতিকে ভীতিকর পর্যায়ে নিয়ে গেছে: রিজভী

সরকার রাজনৈতিক পরিস্থিতিকে ভীতিকর পর্যায়ে নিয়ে গেছে: রিজভী

সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ভীতিকর পর্যায়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আগামী নির্বাচনকে সরকারে থাকা দলের নাগালের মধ্যে রাখার জন্যই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিএনপিকে দমন করতে বেপরোয়া হয়ে উঠেছে। তাদের বানোয়াট মামলার শিকার হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বর্ষীয়ান নেতা তরিকুল ইসলাম, যিনি বর্তমানে গুরুতর অসুস্থ।’

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির এই নেতা।

এদিকে রিজভী আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অন্তরায় হিসেবে মনে করছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরণের সহযোগিতা করবেন। এই বক্তব্য জনগণের মধ্যে হাসির খোরাক যুগিয়েছে। সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী নিজে; সুতরাং ইসিকে তাঁর সহযোগিতা করার অর্থ হলো, আগামী জাতীয় নির্বাচনে ফন্দি-ফিকির করার জন্যই যে তিনি সহযোগিতা দেবেন সে বিষয়ে কোন সন্দেহ নেই। কারণ সেটির বহু স্পষ্ট প্রমান তিনি ইতোমধ্যে দিয়েছেন।’

রিজভী বলেন, ‘কমিশনকে প্রধানমন্ত্রীর সহযোগিতা করার অর্থ হলো, ইসি’র আত্মসমর্পন নিশ্চিত করা। সেই ইসি’র নির্বাচনে সাধারণ ভোটারদের বাড়িতে বসে থাকতে হবে, ভোট কেন্দ্রে যাওয়ার অধিকার থাকবে না। দেশে সুষ্ঠু নির্বাচনের একমাত্র গ্যারান্টি শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন’, বলেন রুহুল কবির রিজভী।

সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ভীতিকর পর্যায়ে নিয়ে এসেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী নির্বাচন সরকারী দলের নাগালের মধ্যে রাখার জন্যই আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি-কে দমন করতে বেপরোয়া হয়ে উঠেছে। তাদের বানোয়াট মামলার শিকার করা হয়েছেন দেশের বর্ষিয়ান নেতা ও গুরুতর অসুস্থ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব তরিকুল ইসলাম।’

রিজভী বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সহিংসতা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপাতে পারে। ককটেল বিষ্ফোরণসহ নানা ধরণের জ¦ালাও-পোড়াওয়ের নাশকতা করা হবে পরিকল্পিতভাবে। আর বিএনপি নেতাকর্মীদেরকে এই নাশকতার দায়ে জড়ানো হবে।’