প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ সরকারী হাসপাতালের পানির ট্যাংকির ঢাকনা উধাও, রোগীরা ব্যবহার করছে বিষাক্ত পঁচা পানি

সরকারী হাসপাতালের পানির ট্যাংকির ঢাকনা উধাও, রোগীরা ব্যবহার করছে বিষাক্ত পঁচা পানি

মানিকগঞ্জ থেকে আলো খান ও এ.বি. খান বাবু ঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের উপরে থাকা ৬টি পানির ট্যাংকির ঢাকনা উধাও! যার ফলে স্বাস্থ্য সেবা নিতে আসা ভর্তিধীন রোগীরা নিরুপায় হয়ে ব্যবহার করছে বিষাক্ত পঁচা পানি। দীর্ঘদিন ধরে পানির ট্যাংকি গুলোর ঢাকনা না থাকার কারনে ট্যাংকির ভিতর পানিতে পরছে ধুলো-ময়লা ও কীটপতঙ্গ।

এছাড়া ট্যাংকি গুলো একযুগেও পরিস্কার না করার ফলে এর ভিতরে আয়রন ও শ্যাওলার ঘনস্তর পরে গেছে। পানি দিয়ে বের হচ্ছে পঁচা দূরগন্ধ। এছাড়া হাসপাতালের ভিতর খাবার পানির টিউবওয়েলে রয়েছে প্রচুর আয়রন।

গতকাল সোমবার দুপুরে সরজমিনে পরিদর্শন কালে দেখা গেছে- হাসপাতালের খোলা ট্যাংকির উপর এই প্রচন্ড তাপদাহে ট্যাংকিতে কাক সহ অন্যান্য পাখিরা পানি পান সহ আনন্দে গোসল করছে। ট্যাংকির ভিতর মরে পঁচে আছে ব্যঙের মত নানা প্রাণী।

এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নবাগত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রাহমান জানান- আমি যোগদানের পূর্বে থেকেই ট্যাংকি ঢাকনা গুলো উদাও হয়ে গেছে বলে জানতে পেয়েছি। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।