প্রচ্ছদ আজকের সেরা সংবাদ সরকারি হলো আরও ১৪ কলেজ

সরকারি হলো আরও ১৪ কলেজ

দেশের আরও ১৪টি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। ফলে দেশে সরকারি কলেজের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৭টি।আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’ এর আলোকে জেলা ও উপজেলাধীন ১৪ টি কলেজ ১০ সেপ্টেম্বর তারিখ হতে সরকারি করা হলো।সরকারি হওয়া কলেজগুলো হলো: ফরিদপুরের সালথা কলেজ, নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ডিগ্রি কলেজ, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, নোয়াখালীর সুবর্ণচরের সৈকত ডিগ্রি কলেজ, রাঙামাটির রাজস্থলী কলেজ, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ, রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয়, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌহালী ডিগ্রি কলেজ, যশোরের বাঘারপাড়া শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়, খুলনার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ ডিগ্রি কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ, কুষ্টিয়ার ভেড়ামারা মহিলা কলেজ এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ কলেজ।এর আগে ২৭ আগস্ট পাঁচটি, এরও আগে গেল ১২ আগস্ট দেশের ২৭১টি বেসরকারি কলেজকে সরকারি করা হয়। নতুন ১৪টিসহ ২৯০টি কলেজ এ বছরে সরকারি করা হলো।