প্রচ্ছদ জাতীয় সমাজে শান্তি প্রতিষ্ঠায় সহনশীলতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

সমাজে শান্তি প্রতিষ্ঠায় সহনশীলতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

গণতান্ত্রিক সমাজে সংলাপ জরুরি উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় সহনশীলতার বিকল্প নেই।’ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, ‘বেতার এখনো গণমানুষের কাছে অন্য যে কোন গণমাধ্যমের দ্রুত বার্তা পৌঁছে দেয়।’ আর একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বেতারের ভূমিকা অনন্য বলে মনে করেন তিনি। তথ্যমন্ত্রী বাংলাদেশ বেতারের মানসম্মত অনুষ্ঠান প্রচারের আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ আজ বদলে গেছে। আমরা এ বদলে যাওয়ার অভিযাত্রায় বাংলাদেশকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। সেই নতুন উচ্চতায় নিয়ে যেতে হলে, উন্নত রাষ্ট্র গঠন করতে হলে উন্নত জাতি প্রয়োজন। শুধু মেধাসম্পন্ন মানুষ দিয়ে দেশ পরিবর্তন হয় না। মেধার সঙ্গে যদি মূল্যবোধের সমন্বয় এবং দেশাত্মবোধের সমন্বয় না হয়, শুধু মেধাসম্পন্ন মানুষ দিয়ে সবকিছু হয় না।’