প্রচ্ছদ রাজনীতি সংসদে কী হচ্ছে, খোঁজ-খবর রাখছি : ড. কামাল

সংসদে কী হচ্ছে, খোঁজ-খবর রাখছি : ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে ঐক্যতা আছে জানিয়ে দলটির আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট ১০০ ভাগ ঐক্যবদ্ধ আছে। ঐক্য আছে ১৬ কোটি মানুষকে নিয়ে। ঐক্য তো অবশ্যই আছে।

বুধবার বিকালে রাজধানীর মতিঝিলে গণফোরাম কার্যালয়ে আয়োজিত দলের কাউন্সিল প্রস্তুতি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, সংসদে কী হচ্ছে, খোঁজ-খবর রাখছি। পর্যবেক্ষণ করে আমরা লিখিতভাবে বলব। আজকে আমরা এ বিষয়ে কোনো কথা বলব না। বিক্ষিপ্তভাবে কিছু বলতে চাই না। পরে এজেন্ডা ঠিক করে বলব। হালকা করে কিছু বলতে চাই না। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবো। জাতীয় ঐক্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেবো।

গণফোরামের পঞ্চম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন- দলটির নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, রেজা কিবরিয়া প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ২৩ ও ২৪ মার্চ জাতীয় কাউন্সিলের দিনক্ষণ নির্ধারণ করেছে গণফোরাম। তবে স্থান পরবর্তীতে জানানো হবে। দলীয় সূত্র জানায়, আইডিবি ভবন মিলনায়তনের জন্য আবেদন করা হয়েছে।