প্রচ্ছদ আজকের সেরা সংবাদ সংসদে কথা বলতে দিতে হবে : জিএম কাদের

সংসদে কথা বলতে দিতে হবে : জিএম কাদের

নব-নির্বাচিত স্পিকারকে স্বাগত জানিয়ে সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, সংসদ প্রাণবন্ত করতে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে। আমরা চাই সংসদ হোক প্রাণবন্ত। সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সংসদে সরকারি দলের সংসদ সদস্যের সংখ্যা আড়াইশ’র বেশি। সেই তুলনায় আমাদের সংসদ সদস্যের সংখ্যা কম। কিন্তু আমরা মনে করি এটা কখনই সংসদ প্রাণবন্ত করার ক্ষেত্রে বাধা হবে না। আমরা বিশ্বাস করি সংসদকে সকল কিছুর কেন্দ্রবিন্দু করতে হয়, তাহলে আমাদের বলতে দিতে হবে এবং যথেষ্ট সময় দিতে হবে। আমরা যদি আমাদের কথাগুলো তুলে ধরতে পারি, সংসদ প্রাণবন্ত হবে। জনগণও সংসদের প্রতি আগ্রহী হবে। আমাদের বিশ্বাস স্পিকার আমাদের সেই সুযোগটি করে দেবেন।

স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি ইতোপূবে সংসদ সদস্য, মন্ত্রী ও স্পিকারের দায়িত্ব পালন করেছেন। ইতোপূবেও আপনি স্পিকারের দায়িত্ব পালকালে দক্ষতার পরিচয় দিয়েছেন। আমরা আশা করি সামনের দিকেও আপনি নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দেবেন। এসময় টানা তৃতীয়বার ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি শেখ হাসিনাকে অভিনন্দন জানান।